ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইসলাম শিক্ষা ২০২১ | Class 6 assignment islam o noitik shikkha answer 2021: করোনা ভাইরাসের কারনে ২০২১ সালেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনির এসাইনমেন্ট প্রকাশ। ইতিমধ্যে প্রথম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে।
এই পোস্টের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার এসাইনমেন্টটি সম্পূর্ণ নির্ভূলভাবে পেয়ে যাবে। এই এসাইনমেন্ট থেকে ধারণা নিয়ে তোমরা কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের আলােকে আল্লাহ তায়ালার একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি করতে পারবে।
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইসলাম শিক্ষা | Class 6 assignment islam o noitik shikkha answer 2021
ষষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহ প্রশ্ন
শ্রেণিঃ ৬ষ্ঠ (ষষ্ঠ), বিষয়ঃ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ
- এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ
- প্রথম অধ্যায়: আকাইদ
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
- পাঠ- ১ (তাওহিদ)
- পাঠ-২ (কালিমা তায়্যিবা)
- পাঠ-৩ (কালিমা শাহাদাত)
- পাঠ-৪ (ইমান মুজমাল)
- পাঠ-৫ (আল আসমাউল হুসনা)
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
তােমার চারপাশের নানা নিদর্শন উল্লেখসহ কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের আলােকে আল্লাহ তায়ালার একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি কর।
নির্দেশনাঃ
- তাওহিদ, কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের ধারণা
- বিষয় শিক্ষক/মাতা/পিতা/ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সাথে আলােচনা/ সহায়ক বই পুস্তক/ ইন্টারনেটের সহযােগিতা গ্রহণ।
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইসলাম শিক্ষা | Class 6 assignment islam o noitik shikkha answer
মূল্যায়ন রুব্রিক্সঃ
অতি উত্তমঃ
- আল্লাহ তায়ালার একত্ববাদের ধারণা ও নিদর্শন পরিপূর্ণ মাত্রায় উপস্থাপন।
- একত্ববাদ উপস্থাপনায় কালিমা তায়্যিবা কালিমা শাহাদাতের পরিপূর্ণ প্রতিফলন।
- পরিপূর্ণ মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা।
উত্তম ঃ
- আল্লাহ তায়ালার একত্ববাদের ধারণা ও নিদর্শন অধিকাংশ ক্ষেত্রে উপস্থাপন।
- একত্ববাদ উপস্থাপনায় অধিকাংশ ক্ষেত্রে কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের প্রতিফলন।
- অধিকাংশ ক্ষেত্রে নিজস্বতা ও সৃজনশীলতা।
ভালোঃ
- আল্লাহ তায়ালার একত্ববাদের ধারণা নিদর্শনের আংশিক উপস্থাপন।
- একত্ববাদ উপস্থাপনায় কালিমা তায়্যিবা কালিমা শাহাদাতের আংশিক প্রতিফলন।
- উপস্থাপনায় আংশিক নিজস্বতা ও সৃজনশীল।
অগ্রগতি প্রয়ােজনঃ
- আল্লাহ তায়ালার একত্ববাদের ধারণা ও নিদর্শন উপস্থাপনার অভাব।
- একত্ববাদ উপস্থাপনায় কালিমা তায়্যিবা কালিমা শাহাদাতের প্রতিফলনের অভাব।
- উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব।
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইসলাম শিক্ষা ২০২১ | Class 6 assignment islam o noitik shikkha answer 2021
আল্লাহ তায়ালার একত্ববাদ
ভাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নাম-ই হলো তাওহিদ। অর্থাৎ আল্লাহ তায়ালা এক। তাঁর কোনো শরিক নেই। ভিনি স্বয়ংসম্পূর্ণ। তিনি-ই আমাদের রক্ষক,পালনকর্তা ও রিজিকদাতা। তিনি অনাদি ও অনন্ত। তাঁর সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। তিনি একমাত্র মাবুদ। সকল প্রশংসা ও ইবাদত একমনে তার-ই প্রাপ্য। মনে প্রাণে এরুপ বিশ্বাস কে তাওহিদ বলা হয়।
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইসলাম ও নৈতিক শিক্ষা ২০২১
কালিমা তাইয়্যিবা: তাইয়্যিবা অর্থ পবিত্র। ‘কালিমা তাইয়্যিবা’ হচ্ছে ইসলামের সবচাইতে বড় শিক্ষা এবং ঈমানের সবচাইতে বড় দাবী। «لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ».উচ্চারণঃ লা- ইলা-হা ইল্লাল্লা-হ।অর্থঃ আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ (উপাস্য) নেই। অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তায়ালা। তিনি ব্যতিত আর কেউ উপাস্য হতে পারে না৷ আরবি লা ইলাহা শব্দের অর্থ কোন ইলাহ নেই, আর ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কালিমার এ অংশটি না-বোধক শব্দ দ্বারা শুরু হয়েছে। লা ইলাহা দ্বারা অন্তর থেকে সব রকমের ভূলভ্রান্তি বিশ্বাস দূর করতে হয় এবং ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়।
কালিমা শাহাদাত: শাহাদাত অর্থ সাক্ষ্য দেওয়া। এই কালিমা পড়ে আল্লাহকে ‘একমাত্র ইলাহ’ হিসেবে এবং নবী মুহা’ম্মদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামকে ‘আল্লাহর রাসুল’ হিসেবে সাক্ষ্য দেওয়া হয়, একারণে এই কালিমাকে ‘কালিমা শাহাদাত’ বলা হয়। উল্লেখ্য এই কালিমা পড়ে মানুষ কাফের থেকে মুসলিম হয়। أَشْهَدُ أَنْ لاَ إِلَـهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ.
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইসলাম ও নৈতিক শিক্ষা ২০২১ | Class 6 Islam Assignment Answer 2021
উচ্চারণ: আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ’দাহু লা শারিকা-লাহু ওয়া-আশহাদু আন্না মুহা’ম্মাদান আ’বদুহু ওয়া রাসুলুহ।অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহা’ম্মদ তাঁর বান্দা ও রাসুল। এ কথার দ্বরা তাওহিদ বা একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয় অর্থাৎ আমরা এর দ্বারা সাক্ষ্য দেই যে মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোন শরিক বা সমতুল্য নেই। ইবাদতের ক্ষেত্রে আমরা কাউকে তার শরিক করিনা। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয় এ বিশ্বাস আমাদের মনের মধ্যে না থাকলে আমরা কোনদিনই মুমিন হতে পারবো না। আল্লাহতালাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনিই একমাত্র উপাস্য। তিনি সকল কিছুউ সৃষ্টি করেছেন আমাদের জন্য। তাই আমাদের সকলের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তায়ালার আনুগত্য ও ইবাদত করা।
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইসলাম ও নৈতিক শিক্ষা ২০২১ | Class 6 Islam Assignment Answer 2021
আপনার যা খোঁজার কারনে এই পৃষ্ঠায় এসেছেন:
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর, ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর গণিত, ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বিজ্ঞান, ৬ষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর,